ওঁ মনোবুদ্ধ্যহঙ্কারচিত্তানি নাহং
ন চ শ্রোত্রজিহ্বে ন চ ঘ্রাণনেত্রে৷
ন চ ব্যোম ভূমির্ন তেজো ন বায়ু-
শ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥১
অহং (আমি) মনঃ-বুদ্ধি-অহঙ্কার-চিত্তানি (মন বুদ্ধি অহঙ্কার ও চিত্ত) ন (নহি), চ (এবং) শ্রোত্র-জিহ্বে (কর্ণ ও জিহ্বা) ন ঘ্রাণ-নেত্রে চ (এবং নাসিকা ও চক্ষু) ন, ব্যোম (আকাশ) ভূমিঃ চ (ও ক্ষিতি) ন, তেজঃ (অগ্নিঃ) ন বায়ুঃ চ (বায়ুও) ন; অহং (আমি) চিৎ-আনন্দ-রূপঃ (জ্ঞান ও আনন্দস্বরূপ) শিবঃ (শিব), অহম্ শিবঃ (আমি শিব)॥১
আমি মন বুদ্ধি অহঙ্কার ও চিত্ত নহি; কর্ণ ও জিহ্বা নহি, নাসিকা ও চক্ষু নহি; আকাশ ও ক্ষিতি নহি, অগ্নি নহি, বায়ুও নহি; আমি জ্ঞান ও আনন্দস্বরূপ শিব, আমি শিব৷১
ন চ প্রাণসংজ্ঞো ন বৈ পঞ্চবায়ু-
র্ন বা সপ্তধাতুর্ন বা পঞ্চকোষাঃ৷
ন বাক্পাণিপাদং ন চোপস্থপায়ু-
শ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥২
[অহং] প্রাণ-সজ্ঞঃ ন (প্রাণনামধারী নহি), পঞ্চ-বায়ুঃ চ ন বৈ (প্রাণ, অপান, ব্যান, সমান ও উদানও নহি), বা (অথবা) সপ্ত-ধাতুঃ (রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও শুক্র), ন বা পঞ্চ-কোষাঃ (অথবা অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময়কোষ) ন বাক্-পাণি-পাদং (বাগিন্দ্রিয়, হস্ত, পাদ) ন উপস্থ-পায়ুঃ চ (উপস্থ ও পায়ুও) ন চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥২
আমি পঞ্চপ্রাণ নহি, পঞ্চবায়ু নহি, সপ্তধাতু নহি, পঞ্চকোষ নহি, বাগিন্দ্রিয় হস্ত ও পাদ নহি, জননেন্দ্রিয় ও মলদ্বার নহি; আমি জ্ঞান ও আনন্দস্বরূপ শিব, আমি শিব৷২
ন মে দ্বেষরাগৌ ন মে লোভমোহৌ
মদো নৈব মে নৈব মাৎসর্যভাবঃ৷
ন ধর্মো ন চার্থো ন কামো ন মোক্ষ-
শ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৩
দ্বেষ-রাগৌ (অনুরাগ বা বিরাগ) মে (আমার) ন (নাই), মে লোভ-মোহৌ ন (আমার লোভ এবং মোহ নাই) মে মদঃ ন এব (আমার অহঙ্কার অবশ্যই নাই), মাৎসর্য-ভাবঃ ন এব (পরের উন্নতিতে বিদ্বেষও নাই); ধর্মঃ ন অর্থঃ চ ন, কামঃ ন; মোক্ষঃ ন চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৩
আমার অনুরাগ ও বিরাগ নাই; আমার লোভ ও মোহ নাই; আমার অহঙ্কার ও মাৎসর্য নাই; ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ নাই; আমি চিদানন্দরূপ শিব, আমি শিব৷৩
ন পুণ্যং ন পাপং ন সৌখ্যং ন দুঃখং
ন মন্ত্রো ন তীর্থং ন বেদা ন যজ্ঞাঃ৷
অহং ভোজনং নৈব ভোজ্যং ন ভোক্তা
চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৪
পুণ্যং ন, পাপং ন, সৌখ্যং ন, দুঃখং ন, মন্ত্রঃ ন, তীর্থং ন, বেদাঃ ন, যজ্ঞাঃ ন, অহং ভোজনং ন এব (আমি ভোজনক্রিয়া নহি), ভোজ্যং ন (ভোজ্যদ্রব্য নহি), ভোক্তা [ন] (ভোজনকর্তা নহি); চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৪
(আমার) পুণ্য, পাপ, সুখ, দুঃখ, মন্ত্র, তীর্থ, বেদপাঠ ও যজ্ঞ নাই; আমি ভোজন, ভোজ্য বা ভোক্তা নহি; আমি চিদানন্দরূপ শিব, আমি শিব৷৪
ন মৃত্যুর্ন শঙ্কা ন মে জাতিভেদঃ
পিতা নৈব মে নৈব মাতা ন জন্ম৷
ন বন্ধুর্ন মিত্রং গুরুর্নৈব শিষ্য-
শ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৫
মৃত্যুঃ মে ন, শঙ্কা (ভয়) ন, জাতিভেদঃ ন; মে পিতা ন এব, মাতা ন এব, জন্ম ন, বন্ধুঃ ন, মিত্রং ন, গুরুঃ ন, শিষ্যঃ চ [ন] এব; চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৫
আমার মৃত্যু, ভয় ও জাতিভেদ নাই আমার পিতা, মাতা ও জন্ম নাই; আমার বন্ধু, মিত্র, গুরু ও শিষ্য নাই; আমি চিদানন্দরূপ শিব, আমি শিব৷৫
অহং নির্বিকল্পো নিরাকাররূপো
বিভুত্বাচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়াণাম্৷
ন চাসঙ্গতং নৈব মুক্তির্ন মেয়-
শ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৬
অহং (আমি) নির্বিকল্পঃ (বিকল্পবিহীন), নিরাকার-রূপঃ (নিরাকারস্বরূপ), চ (এবং) বিভুত্বাৎ (সর্বব্যাপি বলিয়া) সর্বত্র (সর্বত্র বিদ্যমান), চ (অপিচ) সর্ব-ইন্দ্রিয়াণাম্ (ইন্দ্রিয়-বর্গের সহিত) আসঙ্গতঃ (সম্বন্ধযুক্ত) ন (নহি), মুক্তিঃ ন এব (আমি মুক্তি নহি) চ মেয়ঃ ন (এবং জ্ঞেয়ও নহি), চিদানন্দরূপঃ ইত্যাদি॥৬
আমি নির্বিকল্প, নিরাকারস্বরূপ এবং সর্বব্যাপী বলিয়া সর্বত্র বিদ্যমান; আমি ইন্দ্রিয়বর্গের সহিত সম্বন্ধযুক্ত নহি; আমি মুক্তি নহি, জ্ঞেয়ও নহি; আমি চিদানন্দরূপ শিব, আমি শিব৷৬
ইতি শ্রীমচ্ছঙ্করাচার্যবিরচিতং নির্বাণষট্কং সম্পূর্ণম্ ॥